BCS Computer City - IDB Bhaban, 8-A Rokeya Sharani, Dhaka 1207
বিসিএস কম্পিউটার সিটির ২৪ বছর পূর্তি উদযাপন আইডিবি ভবন
05 April 2023     Technology

বিসিএস কম্পিউটার সিটির ২৪ বছর পূর্তি উদযাপন আইডিবি ভবন

বিসিএস কম্পিউটার সিটির ২৪ বছর পূর্তি উদযাপন
 
২৪ বছরে পদার্পন করেছে দেশের সবচেয়ে পুরনো ও সুবৃহৎ কম্পিউটার ও প্রযুক্তি পণ্যের মার্কেটপ্লেস ‌’বিসিএস কম্পিউটার সিটি’। এ উপলক্ষে আজ মার্কেট প্রাঙ্গনে আয়োজিত উৎসবে দেশের শীর্ষ প্রযুক্তি পণ্যের পরিবেশক, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ব্যবসায়ীদের নিয়ে কেক কাটা হয়।

আস্থার সাথে ২৪ বছর পার করে ২৫ বছর পা দিল বিসিএস কম্পিউটার সিটি আইডিবি। এই উপলক্ষে আজ ১১ই সেপ্টেম্বর, ২০২৩ ২৪টি কেক কেটে, ক্রেতা সাধারন কে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে দিনটি উদযাপন করল বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটি। এই সময় উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটির সকল সদস্যবৃন্দ, মার্কেটের সকল ব্যবসায়ী বৃন্দ ও ব্র্যান্ডের সকল প্রতিনিধিগণ।

Recent News