BCS Computer City - IDB Bhaban, 8-A Rokeya Sharani, Dhaka 1207
২ অক্টোবর শুরু হচ্ছে কম্পিউটার সিটির মেলা
05 April 2023     Technology

২ অক্টোবর শুরু হচ্ছে কম্পিউটার সিটির মেলা

রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে আগামী ২ অক্টোবর শুরু হচ্ছে ৬ দিনের কম্পিউটার মেলা। ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩’ নামের এই মেলা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। আজ মঙ্গলবার বিসিএস কম্পিউটার সিটিতে (আইডিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে বিসিএস কম্পিউটার সিটির সভাপতি এ এল মাজহার ইমাম চৌধুরী জানান, ‘টেকনোলজি, হাইওয়ে টু স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে শুরু হতে যাওয়া এ মেলায় বিভিন্ন পণ্যে মূল্যছাড়, পুরস্কারসহ বাড়তি সুবিধা পাওয়া যাবে। গেমিং প্রতিযোগিতার পাশাপাশি চিত্রাঙ্কন ও ফেসবুকে রিল তৈরির প্রতিযোগিতাও আয়োজন করা হবে। মেলায় ক্রেতাদের পাশাপাশি দর্শনার্থীরাও বিভিন্ন স্টল থেকে টোকেন সংগ্রহ করে পুরস্কার জেতার সুযোগ পাবেন।

মেলার আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া জানান, বাংলাদেশে অনেকেই তুলনামূলক কম দামে অননুমোদিত কম্পিউটার বা ল্যাপটপ কেনেন। যেকোনো পণ্য বাজারে আনার আগে মান নিয়ন্ত্রণ  করা হয়। কিন্তু অননুমোদিত এসব পণ্যের মান ভালো হয় না। ফলে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন। আর তাই এবারের মেলায় অননুমোদিত পণ্য বর্জনের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টায় থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় প্রবেশ করা যাবে। 

মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান আসুস, দাহুয়া, ইপসন, এইচপি, হিকভিশন, ইনফিনিক্স, লেনোভো এবং এনএসআই। মেলায় নিজেদের পণ্য ও সেবাও প্রদর্শন করবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো।

Recent News